পুরুষাঙ্গ সভ্যতা

গর্ব (অক্টোবর ২০১১)

Dr. Zayed Bin Zakir (Shawon)
  • ৮৭
  • 0
  • ৩৩৮
আমি গর্ব করবো না তো কে করবে?
জানো না? আমি একটা পুরুষ মানুষ?
আমার একটা পুরুষাঙ্গ আছে-
আমি ইচ্ছামত ধর্ষণ করতে পারি।
আমাকে কে দিবে বাঁধা?
নীতি নৈতিকতা কে আমি হত্যা করি;
আমি একাই লিঙ্গভেদের সমাজ গড়ি।
আমি গর্ব করবো না তো কে করবে?

স্বাধীনতা যুদ্ধে আমি দেশকে ধ্বংস করেছি;
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ছেড়েছি।
করবই তো! সবকিছু যে আমার পদতলে-
ক্ষমতা থাকবে আমার করতলে!
আমি দেশের সম্ভ্রম কে করবো বিনষ্ট-
আমি গর্বিত! আমি হব না কভু ভ্রষ্ট।
আমি যে আজ হয়েছি দেশের মাথা-
সবার বিবেচনাকে করে ছাড়বোই ভোঁতা।

হ্যাঁ হ্যাঁ আমি যা খুশি তাই করব-
কে আসবে আমাকে প্রতিরোধ করতে?
অসহায় মেয়েদের সতীচ্ছদ বিদীর্ণ করে
তাদের আস্তাকুড়ে ছুঁড়ে মারবো।
এরপর গালি দেব নষ্টা, কুলটা বলে।
আমাকে প্রত্যাখ্যান করবে?
কার আছে এতো সাহস?
এসিড দিয়ে আমি তার মুখ জ্বালিয়ে ফেলব।

কে আছে আমাকে কলঙ্কিত করবে?
কি আছে তার প্রমাণ?
যেহেতু আমার আছে পুরুষাঙ্গ-
আমি তো পাবই পাব সব সন্মান।
আমি যত খুশি ধর্ষণ করে যাব-
থাকবে না কোন চিহ্ন।
এরপর আমি আবার বিয়েও করে
বৈধ ব্যবহার করবো শিশ্ন।

আমি যৌতুক নেব।
যা যা আমার ইচ্ছা হয়;
আমি জোর করেই নেব।
না দিলে আমি নির্যাতন করবো
অসহায় একটি মেয়েকে।
উরুসন্ধির ফাঁটল নিয়ে যে
প্রতিনিয়ত ঢাকে তার কষ্টকে।
অত্যাচার করে যদি বৌকে মেরেও ফেলি?
কারো কিছুই যাবে আসবে না।
এতেও তো আসবে না কারো হুঁশ।
জানো না? আমি একটা পুরুষ মানুষ?

এই সমাজ সভ্যতা তো আমার।
চলবেও আমার কথা মতই।
আমিই যে এই সমাজের গর্ব।
আমাকে দিয়েই শুরু-
আমাকে দিয়েই শেষ হবে,
সমাজ সভ্যতার পর্ব।
আমার গায়ে লাগবে না কোন কলঙ্ক।
মেলাতে হবে না কোন হিসেবের অঙ্ক।
যীশুর ন্যায় আমি ঝোলাব মানবতার ক্রুশ!
জানো না? আমি একটা পুরুষ মানুষ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dr. Zayed Bin Zakir (Shawon) অনেক অনেক ধন্যবাদ মিতা!
শাওন খান ভালোই লাগলো। ৫ পেলেন।
Dr. Zayed Bin Zakir (Shawon) সীমা অপু আর শাকিল ভাই কে আমার আন্তরিক ধন্যবাদ. আসলে এইটা হলো ঘৃণার বহিপ্রকাশ গর্বের মাধ্যমে. অনেক ধন্যবাদ আপনাদের দুই জনকেই
sakil আপনার সকল লেখায় লক্ষ্য করেছি নারীর সম্ভ্রম এবং ধর্ষণের ব্যাপারটা এসে যায় অনেক সাহসী ভাবে । আমি দোয়া করি আপনি যেন প্রতিনিয়ত আপনার শ্রেষ্ঠত বজায় রাখতে পারেন । তবে এটা কি গর্ভের বিষয় নাকি ঘৃণার । সেই প্রশ্ন কি করতে পারি পাঠক হিসাবে । কবিতায় নজরুল এর মত বিদ্রোহের চাপ দেখে ভালো লাগল । অনেক শুভকামনা রইল ।
ম্যারিনা নাসরিন সীমা এরকম কবিতা লিখতে সাহস লাগে যেটা আপনি দেখিয়েছেন । চমৎকার লাগলো ।
Dr. Zayed Bin Zakir (Shawon) অনেক ধন্যবাদ ০ আপনাকে এই স্সুন্দর মন্তব্যের জন্য
ZeRo পুরুষাঙ্গ সভ্যতাr swghoshito nirmom gorbo ke bengo kore sundor vabe tule dhorechen .
Dr. Zayed Bin Zakir (Shawon) আব্দুর রহিম ভাই! : এইবার কম হয়ে গেসে ভাই! আরো বেশি কিছু বলেন! @মৌসুমী : অনেক ভালো লাগলো আপনার মন্তব্য !!

০১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৭৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪